১ ম্যাচ খেলেই যে পরিমান টাকা পাবে সাকিব

আইপিএলে গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে সাকিবকে নিয়মিত দেখা গেলেও এবার শুধু একটি ম্যাচের একাদশেই ছিলেন তিনি। বাকি ম্যাচ গুলোতে বসিয়েই রেখেছে তাকে।

দল ইতোমধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে। এমনিতে ইনজুরির কারনে অনেক দিন খেলার সঙ্গে ছিলেন না তিনি। আইপিএল দিয়ে আবার মাঠে ফিরলেও খেলার সুযোগ পাচ্ছেন না যার কারনে বিশ্বকাপের আগে ভালোভাবে প্রস্তুতিটাও হচ্ছে না তার। আর তাই তাকে দেশে ফিরিয়ে আনার কথা ভাবছে বোর্ড।

শনিবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এমন আভাসই দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানান, ২০ এপ্রিলের মধ্যে সাকিবকে দেশে ফিরিয়ে এনে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকেই যুক্ত রাখা হবে দলের সাথে। আইপিএলে একাদশে সুযোগ না পেয়ে ডাগআউটে বসে থেকে সাকিবের কার্যত কোনো উপকার হচ্ছে না জানিয়ে নাজমুল বলেন,

‘বিশ্বকাপ যেহেতু ৫০ ওভার, টি-টোয়েন্টির সঙ্গে তাই এর বড় পার্থক্য। তবে আইপিএলে ও যদি খেলার মধ্যে থাকত, ম্যাচ প্র্যাকটিস ওর জন্য বড় একটা ফ্যাক্টর হতো।’

প্রিমিয়ার লিগে না খেলে আইপিএলে গিয়েও সুযোগ পাচ্ছেন না খেলার। তাই সাকিবকে দেশে ফিরিয়ে আনাই ভালো হবে বলে মনে করেন বোর্ড সভাপতি। তিনি বলেন,

‘ও যেহেতু একটা লম্বা গ্যাপে ছিল, আমাদের ধারণা ছিল ও ম্যাচ প্র্যাকটিসে থাকলে ওটা ওর জন্য কাজে দেবে। কিন্তু যেহেতু টিম কম্বিনেশনের কারণে খেলা হচ্ছে না তার, সে ক্ষেত্রে আমি মনে করি আমাদের যখনই ক্যাম্প শুরু হবে, সঙ্গে সঙ্গেই তাকে ফেরত নিয়ে আসাটাই ভালো হবে।’

অনেকটা হুট করেই শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান সাকিবকে আইপিএল থেকে দেশে ফিরিয়ে আনা হবে। কেননা সেইখানে যেহুতু সাকিব খেলারেই সুযোগ পাচ্ছেন না তাই দেশে এসে সাকিব প্র্যাকটিস সেশনেই মনোযোগ দেওয়া ভালো মনে করেন বিসিবি সভাপতি।

তবে সাকিব যদি পুরো আসর না কাটিয়েই দেশে ফিরে আসেন তাহলে সাকিবের চুক্তির সব অর্থ পেইড করবে না হায়দ্রাবাদ। সাকিব যে কয়েকটি ম্যাচে ছিলো শুধুমাত্র সেই কয়েকটি ম্যাচের টাকাই পাবেন। যেহেতু এবারের আইপিএলে ১২ টি ম্যাচে খেলার কথা থাকলেও খেলেছেন মাত্র ১ টি ম্যাচ তাই ১ ভাগ টাকাই পাবেন সাকিব।

তবেই সেইখানে বসে থাকার চেয়ে দেশে ফিরে এসে প্রিমিয়ার লীগ খেলাটাই বেটার মনে করেন বিসিবি সভাপতি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর