শেরপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে বিশেষ শান্তি সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর জেলার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে উন্মুক্ত মঞ্চে গ্রেফতারী পরোয়ানা তামিল, জঙ্গী, মাদক, গুজব, ইভটিজিং নির্মূলে কমিউনিটি পুলিশিং এর অংশগ্রহণে এক বিশেষ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় কমিউনিটি পুলিশিং সদস্য, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের জনতার অংশগ্রহণে বিশেষ শান্তি সমাবেশে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলার কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব, চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, বাজিতখিলা ইউপি চেয়ারম্যান মোঃ আমির আলী সরকার, লছমনপুর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, চরপক্ষীমারী ইউপি চেয়ারম্যান মোঃ আকবর আলী, বলাইয়েরচর ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, গাজীরখামার ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম।

শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে বলাইয়ের কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ভাতশালা ইউপি কমিউনিটি পুলিশিং ফোরামের মহিলা বিষয়ক সম্পাদক হাসনাহেনা খানম, চরপক্ষমারী ইউপি সদস্য মোঃ আবু জাফর এছাড়াও পলাতক আসামীদের আত্মীয়-স্বজন বক্তব্য রাখেন।

এসময় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মামলার পলাতক আসামী যারা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছে তাদেরকে পুলিশ ও আদালতে আত্মসমর্পণ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আহ্বান জানান এবং এজন্য পুলিশ তাদেরকে সহযোগিতা করবে। এব্যাপারে আত্মগোপনকারী আসামীদের আত্মীয়-স্বজন পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান তিনি।

শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে সহকারী পুলিশ সুপার (প্রবি) অবিরত রায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, (ওসি তদন্ত) মনিরুল আলম ভূঁইয়া, শেরপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব ফকরুল মজিদ খোকন, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, পলাতক আসামীদের আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর