মোংলায় ঝড়ে ৪০ শ্রমিক নিয়ে ডুবল লঞ্চ

ঝড়ের কবলে পড়ে মোংলাবন্দরে ডুবে গেছে ‘এমএল আখতার’ নামে শ্রমিকবাহী একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চটিতে ফোরম্যান ও সুপারভাইজারসহ প্রায় ৪০ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে বন্দরের হারবাড়িয়ায় ৫নং ব্যাসক্রিক বহির্নোঙর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মোংলা থেকে শ্রমিকদের উদ্ধারে অপর একটি লঞ্চ ছেড়ে গেছে বলে জানিয়েছেন শ্রমিক সরদার বাবুল হোসেন।

তিনি জানান, আকস্মিক এ ঝড়ে ‘এমএল আখতার’ ডুবে যায়। এ লঞ্চে বিদেশি জাহাজে কাজ করার জন্য বিকালে শ্রমিকরা রওনা হয়েছিলেন। রাতে হারবাড়িয়া পৌঁছানোর পর লঞ্চটি ঝড়ের কবলে পড়ে।

লঞ্চটিতে প্রায় ৩৫ শ্রমিক ও পাঁচজন স্টার্ফ ছিলেন। ঝড়ে লঞ্চটি উল্টে যাওয়ার পর অধিকাংশ শ্রমিক সাঁতরে বিদেশি জাহাজ এবং সুন্দরবনের নদীর চরে উঠে আসতে সক্ষম হয়েছে। তবে কেউ নিখোঁজ রয়েছে কিনা সেটি জানা যায়নি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর