শেরপুরে যানজট নিরসনে মতিবিনিময় সভা

যানজট নিরসন ও ট্রাফিক কার্যক্রম সম্পর্কে অটোবাইক চালক ও সংগঠনের নেতৃবৃন্দর সাথে সচেতনতামূলক এক মতবিনিময় সভা বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রেজিঃ নং এস ১১৩৮৭ শেরপুর জেলা শাখার আয়োজনে ১৭ মার্চ রোববার সন্ধ্যায় ৭টায় শেরপুর পৌর শহরের উপকণ্ঠে নতুন বাসটার্মিনাল এলাকায় অটোরিক্স, অটোটেম্পু চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াজকুরুনীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এসময় চালকদের উদ্দেশ্যে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি শেরপুর জেলা শাখার নেতা শফিকুল ইসলাম মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন উপকমিটির নেতৃবৃন্দ ও চালকগণ।

মতবিনিময় ও আলোচনা সভায় অতিথিগণ উপস্থিত চালকদের উদ্দেশ্যে ও বিভিন্ন রুটে চলাচলকারী অটোবাইক চালকদের জন্য পালনীয় ১৭টি নির্দেশনাবলী মেনে গাড়ী চালানোর সচেতনতামূলক পরামর্শ দেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি শেরপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব বজলুর রশিদ নাহাজ, অটোরিক্স, অটোটেম্পু চালক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক আলাল উদ্দিনসহ নতুন বাসটার্মিনাল এলাকার উপ-কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর