জোড়া লাগানো যমজ কন্যা শিশুর জন্ম

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার আটুয়া গ্রামে জোড়া লাগানো যমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন আদরী বেগম (৩২) নামের এক গৃহবধূ।

সোমবার সকালে স্থানীয় ধাত্রীর মাধ্যমে ওই গৃহবধূর ডেলিভারি করানো হয়। সদ্য ভূমিষ্ঠ শিশু দুটি সুস্থ আছে। খবরটি ছড়িয়ে পড়লে শিশু দুটিকে এক নজর দেখার জন্য শত শত নারী পুরুষ ওই বাড়িতে ভিড় জমান।

গৃহবধূ আদরী বেগম আটুয়া গ্রামের তাজেল হোসেনের স্ত্রী। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দুলাল হোসেন জানান, ভূমিষ্ঠ শিশু দুটির দেহ পেছনের দিক থেকে কোমরের কাছে পরস্পর জোড়া লাগানো।

তাদের উভয়ের একটি প্রস্রাবের অঙ্গ ও মল ত্যাগের জন্য একটি পায়ুপথ রয়েছে। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পৃথক রয়েছে।
শিশু দুটি সুস্থ থাকলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসূতি মা অসুস্থ হয়ে পড়েছেন বলে তিনি জানান।

এদিকে, খবর পেয়ে বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন শিশু দুটিকে দেখতে যান। এ সময় তিনি দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে যমজ শিশু ও প্রসূতি মাকে আর্থিক সহায়তাসহ নাটোর সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর