শেরপুর জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা ১৮ মার্চ সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন অর রশিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোঃ আবুল বাশার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকসেদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেজবাউল ভূঁইয়া, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়া শিবু, সিভিল সার্জন’র প্রতিনিধি জেলা সদর হাসপাতাল আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নাহিদ কামাল কেয়া, বিসিক জেলা ব্যবস্থাপক তামান্না মহল, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আইয়ুব আলী প্রমুখ।

এসময় সমন্বয় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর