মাদ্রাসা ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ করেছে দুই বখাটে

পাবনার চাটমোহরে সবুরা খাতুন (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ করেছে বখাটে দুই কিশোর। এঘটনায় এলাকাবাসী ওই দুই কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম সরকারপাড়ায় এ ঘটনা ঘটে।

আটক দুই বখাটে হলো বনগ্রামের মুক্তার হোসেনের ছেলে রিপন হোসেন (১৭) ও হাসিবুর রহমানের ছেলে রতন হোসেন (১৬)।

অ্যাসিডদগ্ধ সবুরা বনগ্রামের সলিলুর রহমানের মেয়ে ও বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ছাত্রীর বাবা সলিলুর রহমান জানান, রাতে বাড়িতে মেয়ে লেখাপড়া করছিল।এ সময় বখাটেরা বাড়িতে ঢুকে মেয়েকে অ্যাসিড নিক্ষেপ করে পালাতে চেষ্টা করে।মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে ওই দুইজনকে আটক করে।পরে পুলিশে খবর দেওয়া হয়।

চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, মেয়েটির হাতে ও পায়ে অ্যাসিড লেগেছে। আটকদের পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। থানায় মামলা হয়েছে। তবে কী কারণে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর