শেরপুরের কামারেরচর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

শেরপুর জেলার সদর উপজেলার ১নং কামারেরচর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও কামারের চর ইউপি’র ২০১৯-২০২০ অর্থ বছরের “সময়মত ইউপি কর পরিশোধ করুন, মানসম্মত সেবা গ্রহণ করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কামারেরচর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সম্মেলন কক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, ইউপি সচিব মোঃ হযরত আলী।

বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৬৪৫ টাকা এবং উন্নয়ন বাজেট ৮৯ লক্ষ ৪৫ হাজার ৩২০ টাকা ঘোষণা করা হয়।

কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবীব এর সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফারুক আল মাসুদ, স্থানীয় সরকার (এলজিএসপি-৩) ফ্যাসিলিটেটর মোঃ আব্দুর রহিম।

ইউপি সচিব মোঃ হযরত আলীর সঞ্চালনায় এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, জাতীয় সাংবাদিক সংস্থার শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ ও জাতীয় সাংবাদিক সংস্থার শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক দেশবার্তা বিডি ডট কমের বার্তা সম্পাদক জিএইচ হান্নান, কামারেরচর ইউপি’র প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মিস্টার, প্রধান শিক্ষক হারুনঅর রশিদ, আমিনুর রশিদ খান, কামরুল নাহার লিখা, প্রধান শিক্ষক আব্দুল আল মামুন, আনোয়ার হোসেন মিস্টার, আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান, যুবলীগ নেতা গোলাম মোস্তফা সরকার, কাজী ছাইফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান প্রমুখ।

এসময় জাতীয় সাংবাদিক সংস্থার শেরপুর জেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আরশাদ আলী, মিষ্টার আলী, প্রবন মিয়া, দুলাল উদ্দিন, সংরক্ষিত ইউপি সদস্য মিষ্টি খাতুন, বেদনা বেগম, ইউডিসি’র তত্ত্বাবধায়ক লোকমান হোসেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাজেট অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন কামারেরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ১৫৮ জন উপকারভোগীদের মাঝে ভিজিডি’র কার্ড বিতরণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে মধ্যান্ন ভোজের আপ্যায়ন করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর