২৫ লাখ টাকার চড়া মূল্যে মুস্তাফিজ

কয়েকদিন আগে বিয়েটা সেড়ে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। সেই রেশ না কাটতেই মাঠে ফিরেছেন তিনি। সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমেছেন কাটার মাস্টার।

লম্বা বিরতির পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিরলেন মুস্তাফিজ। সময়ের হিসাবে প্রায় ৪ বছর। সবশেষ ২০১৪ সালে এ প্রতিযোগিতায় খেলেন তিনি।

তো দীর্ঘ বিরতি শেষে ডিপিএলে ফেরা মুস্তাফিজের দাম কত? টুর্নামেন্টের শুরুতেই তা জানা গিয়েছিল। নিলামের ‘এ’ প্লাস ক্যাটাগরিতে ছিলেন দ্য ফিজ। ক্যাটাগরি নির্ধারিত মূল্য অনুযায়ী, ২৫ লাখ টাকার চড়া মূল্যে দলে নিয়েছিল শাইনপুকুর।

মুস্তাফিজের ভাবনায় এখন বিশ্বকাপ প্রস্তুতি। এ সুযোগে আসন্ন বৈশ্বিক আসরের অনুশীলন সেরে নিতে চান তিনি। প্রস্তুতির পাশাপাশি দলের জয়ে অবদান রাখাও তার মূখ্য লক্ষ্য। মাঠে নামার আগে অনুশীলনে এমনটাই জানান বাঁহাতি পেসার।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর