মৌলভীবাজারে ফাঁদে ধরা পড়লো মেছো বাঘ

মৌলভীবাজার গজিমারা গ্রামে ফাঁদ পেতে বড় আকৃতির একটি মেছো বাঘ আটক করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে বাঘটি ফাঁদে আটকা পড়ে।

এলাকাবাসী জানায়, গত এক মাস ধরে গজিমারা গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে গৃহপালিত পশু হাঁস, মোরগ ও ছাগল খেয়ে আসছিলো এ বাঘটি। এতে গ্রামের লোকজনরা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। গ্রামের ইয়াকুব মিয়া ও ফুলর মিয়া বাঘটি ধরতে ফাঁদ পাতেন।

বাঘটি এক নজর দেখতে ইয়াকুব মিয়ার বাড়িতে এলাকার লোকজনরা ভিড় জমান।

পরে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন প্রহরী মিজানুর রহমান বাঘটি উদ্ধার করে নিয়ে আসেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর