রংপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

রংপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে টাকা নিয়ে পাসপোর্ট করে দেওয়াসহ নানা ধরনের হয়রানির অভিযোগের তদন্তে নেমেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ।

সোমবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে থাকা একটি দল পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে । প্রথমেই দুদক সদস্যরা অফিসের প্রধান প্রবেশ পথ বন্ধ করে দেন।

এরপর তারা বিভিন্ন কক্ষে গিয়ে পাসপোর্ট করতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এসময় সেবা গ্রহীতাদের কাছে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান দুদক সদস্যরা।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ১০৬ নম্বরে করা অভিযোগের ভিত্তিতে ঢাকার প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযোগ এসেছে- দালালদের মাধ্যমে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা টাকা নিয়ে পাসপোর্ট করে দেন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর