কুমিল্লায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি !

কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় সোমবার ঘূর্ণিঝড়ে কমপক্ষে ২০টি আধাপাকা ঘর, ছাত্রাবাস ও টিনের ঘরসহ শতাধিক ফলজ ও বনজ গাছসহ আবাদি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড়ের তোড়ে কয়েকটি বাড়ির টিনের চাল ও বেড়া প্রায় আধা কিলোমিটার দূরের অন্য এলাকায় উড়ে যায়। সোমবার বিকেলে কোরপাই গ্রাম ঘুরে দেখা যায়, বিদ্যুতের খুঁটি ও গাছের আগায় ঝুলে রয়েছে বসত ঘরের টিন। এছাড়া এলাকার কয়েক একর আবাদি জমির সবজি ও ফসলের খেতের ক্ষয়ক্ষতি হয়েছে। ফলদ ও বনজ বৃক্ষের শতাধিক বড় গাছ উপড়ে গেছে।

মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মুন্সী বলেন, ঘূর্ণিঝড়ে কোরপাই গ্রামসহ কয়েকটি গ্রামের বাড়িঘরসহ গাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের ঘরের চাল উড়ে গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর