ইবির ‘বি’ ইউনিটে অকৃতকার্যের হার ৮৯ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৮৯% শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাশের হার মাত্র ১১.৬৮%।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারী কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন ‘বি’ ইউনিটের সমন্বয়কারী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনাওয়ার আল, ছাত্র উপদেষ্টা ও ভারপ্রাপ্ত প্রক্টর পরেশ চন্দ্র বম্মন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মোট ২৪ হাজার ৯৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এদের মধ্যে মোট ২৯১৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

উল্লেখ্য গত ৫ নভেম্বর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৬টি বিভাগের মোট ১০৬৫ টি আসনে ২৭ হাজার ৬৬৭ জন আবেদন করেন।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট http://admission.iu.ac.bd/result -তে পাওয়া যাবে বলে জানা যায়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর