কেউ আমাকে দলে নিলে খেলতে রাজি আছি

নিষেধাজ্ঞা কাটিয়ে বিপিএলের গত আসরে মাঠে নামেন মোহাম্মদ আশরাফুল। চট্টগ্রাম ভাইকিংসে খেলা এ ব্যাটসম্যান জায়গা পাননি বঙ্গবন্ধু বিপিএলে। খেলোয়াড় ড্রাফটে তাকে নেয়নি কোনো দল।

তবে প্লেয়ার ড্রাফটে অবিক্রীত থাকলেও কোনো দল তাঁকে দলভুক্ত করলে খেলতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন আশরাফুল। অনেক দলই দেশি খেলোয়াড়ের কোটা পূরণ না করায় প্লেয়ার ড্রাফটে অবিক্রীত ক্রিকেটারদের দল পাওয়ার সুযোগ রয়েছে এখনো।

আশরাফুল বলেন, ‘কেউ আমাকে দলে নিলে খেলতে রাজি আছি। দল পাওয়া বা না পাওয়া তো আমার হাতে নেই। যেটা আমার হাতে সেটা করার চেষ্টা করব। সামনে বিসিএল হবে, প্রিমিয়ার লিগ হবে। এগুলোর জন্য প্রস্তুত হব।’

ফ্র্যাঞ্চাইজি প্রথা না থাকায় এবার বিপিএলে নেই চিটাগং ভাইকিংস, যে দলে সর্বশেষ বিপিএল খেলেছেন আশরাফুল। তবে বোর্ডের অধীনে থাকা কোনো দল তাকে দলভুক্ত করে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর