লবণ নিয়ে লঙ্কাকান্ড: ঠাকুরগাঁওয়ে ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

গুজবের সুযোগ নিয়ে লবণ ক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অভিযোগে ঠাকুরগাঁওয়ে সিরাজুল ইসলাম ও সারওয়ার হোসেন নামের দুই ব্যাবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড রায় প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক সোহাগ চন্দ্র সাহা। অন্যদিকে, কালিবাড়ি বাজার থেকে মাসুদ, সিরাজুল ইসলাম ও নবাব নামের অপর তিন ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

ছবি: বার্তা বাজার

এদিকে সকাল থেকে হঠাৎ করে লবণের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়লে জেলার বিভিন্ন স্থানে বাজারসহ দোকানগুলোতে শুরু হয় ক্রেতাদের লবণ কেনার প্রতিযোগিতা। কেউ ৩ কেজি, কেউবা ৫ কেজি কেউ আবার ২৫ কেজি পর্যন্ত লবণ কিনে বাড়ীতে মজুদ করেছেন। কয়েক ঘন্টার মধ্যেই বাজারে লবণের কৃত্রিম সংকট দেখা দিলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহাগ চন্দ্র সাহা জানান, লবণের দাম বৃদ্ধি পেয়েছে এমনি গুজবের কথা শুনে সকাল থেকেই শহরের কমবেশি প্রতিটি বাজারে সাধারণ মানুষেরা ভিড় করতে শুরু করে। এসময় ক্রেতারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ বিভিন্ন পন্যের মূল্য তালিকা না থাকায় ও অধিক মূল্যে লবণ বিক্রি করছে- এমন অভিযোগ পেয়ে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, পাইকারী বাজারে লবণের সঙ্কট না থাকলেও অসাধু চক্রের কারসাজীতে লবন সঙ্কটের গুজব ছড়ানো হয়। বাস্তবে যার কোন ভিত্তি নেই বলে আমরা প্রমান পেয়েছি। ইতোমধ্যে জনগণের মধ্যে বিভ্রান্ত না ছড়ানোর জন্য শহরে মাইকিং করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি ভাম্যমান আদালত শহরের বিভিন্ন বাজার পর্যবেক্ষণে নিয়োজিত আছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর