বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প’১৯ এর কোয়ার্টার ফাইনালে গণ বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প’১৯ এর ফুটবল রাউন্ড অফ সিক্সটিন এ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়।

সোমবার (৮ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধের ৬ মিনিটে চমৎকার সুযোগ পায় গণ বিশ্ববিদ্যালয়। কিন্তু আক্রমণ রুখে দেয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী রক্ষণভাগ। ১০ মিনিটে আবারো গোল করার সুযোগ পায় গণ বিশ্ববিদ্যালয়।

পরের মিনিটেই প্রতিপক্ষের সীমান্তে হানা দেয় ইবি। তবে গণ বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী রক্ষণভাগ ইবি ফরোয়ার্ডেদের প্রতিহত করে। প্রথমার্ধের শেষ মুহূর্তে ইবির ৯৫ নং জার্সির দুর্দান্ত শট রুখে দেন গণবির গোলকিপার। পাল্টাপাল্টি আক্রমণে ০-০ ব্যবধানে শেষ হয় খেলার প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই টানাটান উত্তেজনা বিরাজ করতে থাকে খেলায়। আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ চালাতে থাকে উভয় দল। কিন্তু উভয় দলই ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়। পরে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে দুর্দান্ত শট থেকে ইবির জালে বল জড়ান গণ বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় আরাফাত। ১-০ তে লিড নেয় গণ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটে আক্রমণে যায় ইবি, গণ বিশ্ববিদ্যালয়ের রক্ষণভাগ ইবি ফরোয়ার্ডেদের প্রতিহত করে। শেষ মুহুর্তে অনেকটা অগোছালো খেলা খেলতে থাকে উভয় দল।

উল্লেখ্য, তৃতীয় দিনের মতো ইউজিসি কর্তৃক বৈধ উপাচার্যের দাবিতে আন্দোলন চলছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে। তবে আন্দোলনের কোন প্রভাব পড়েনি খেলায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর