মোসাদ্দেক নাকি ইয়াসির আলি? কে খেলছেন বিশ্বকাপে!

দোরগোড়ায় কড়া নাড়ছে বিশ্বকাপ। সর্বশেষ তথ্য মতে জানা যায়, অন্য সব দলের মতো আগামী ১৮ এপ্রিলের মধ্যে চূড়ান্ত দল ঘোষনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশে চুড়ান্ত দল সাজাতে বিভিন্ন গণমাধ্যম সহ সাবেক ক্রিকেটাররা সাজাতে শুরু করে দিয়েছে। বাংলাদেশ দলের অটো চয়েজ বাদেও নিশ্চিত আছে প্রায় ১২-১৩ জন ক্রিকেটার। দোটানায় ঝুলে আছে কিছু কিছু ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছে দুই মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত এবং তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী। বিপিএলে চিটাগং ভাইকিংস হয়ে দুর্দান্ত ব্যাটিং করা ইয়াসির আলি সুযোগ পেতে পারেন বিশ্ব কাপের স্কোয়াডে।

অন্যদিকে অভিজ্ঞতা দিক দিয়ে বিবেচনা করেই স্কোয়াডে আনা হতে পারে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। ঢাকা প্রিমিয়ার লিগের দুজনই খেলেছেন দুর্দান্ত। যদিও অলরাউন্ডার কারণে অনেকটাই এগিয়ে আছেন মোসাদ্দেক হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

ঢাকা প্রিমিয়ার লিগ এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন মোসাদ্দেক হোসেন। ৪০.৮৭ গড়ে চারটি অর্ধশতক সহ ৩২৭ রান সংগ্রহ করেছেন তিনি। বল হাতে ৭ ইনিংসের তুলে নিয়েছেন ৭ উইকেট। অন্যদিকে ইয়াসির আলি খেলছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। ৮ ইনিংসে ১৩৯ গড়ে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরিসহ ৪১৮ রান সংগ্রহ করেছেন ইয়াসির আলি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর