তিতাসে শৌচাগার নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

কুমিল্লার তিতাস উপজেলায় শৌচাগার নির্মাণকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে উপজেলার একলা রামপুর গ্রামে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেছে।

সরেজমিনে গিয়ে জানা যায় ওই গ্রামের মৃত আসাদ মিয়ার ৫ ছেলে মধ্যে মেজ ছেলে মজিবুর রহমান আজ সকালে তার বসত ঘরের সামনে একটি শৌচাগার নির্মাণের সময় তারই বড় ভাই হারুন অর রশিদ বাদা প্রদান করে এসময় ছোট ভাই ছবির মিয়া এসে দুই ভাইকে ঝগরা করতে নিষেধ করলে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে তিন ভাই ও এক ভাতিজা আহত হয়।

আহতরা হলেন, মজিবুর রহমান,ছবির মিয়া,হারুন,ও তার ছেলে ইমন। মজিবুর ও ছবির মিয়া তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে এবং হারুন ও তার ছেলে ইমন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর