রাবিতে শুক্র ও শনিবার বিদ্যুৎ এর ‘সাপ্তাহিক ছুটি’!

অন্যান্য সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ও যাচ্ছে সাপ্তাহিক ছুটিতে! টানা কয়েক সপ্তাহ ধরে শুক্র ও শনিবার ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোর আবাসিক শিক্ষার্থীদের৷

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, পূর্বে এরকম সমস্যা না থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে টানা এ ধরনের সমস্যা হচ্ছে। ছুটির দিনে এরকম সমস্যার ফলে পড়াশোনায় ব্যাঘাতসহ নানামুখী ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের৷

ভোগান্তির কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষার্থী নাজমুল হোসেন বলেন, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমরা সাধারণত সারাদিনই হলে থাকি, গত কিছুদিন থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকাতে আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে এমন হয় বিদ্যুৎ সকালে যায় আর আসে সন্ধ্যায়।

রহমাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী সালসাবিলা শশী বলেন, কিছুদিন ধরে খুব বেশি বিদ্যুৎ এর সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে।রাতের বেলা এই সমস্যার জন্য ঠিকমত পড়ালেখা করা সম্ভব হচ্ছে না। অথচ বেশিরভাগ বিভাগের ফাইনাল পরীক্ষা চলতেছে, কিন্তু আমরা ঠিকমত প্রস্তুতি নিতে পারতেছি না।এছাড়াও বিদুত এর সমস্যার ফলে রান্নার কাজেও খুব সমস্যা দেখা দিচ্ছে। আমরা এ সমস্যার দ্রুত সমাধান চাই।

এদিকে বিদ্যুৎ এর সমস্যায় শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী (ইন চার্জ) মো.আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন থেকে এ ধরনের সমস্যা হচ্ছে এ কথা সঠিক নয়৷

গত সপ্তাহের শুক্র ও শনিবার দুটি পৃথক কাজে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়৷ আর আজ সমাবর্তনের সৌন্দর্য্য বর্ধনের জন্য গাছের ডালপালা কাটতে ৪ ঘন্টা সংযোগ বন্ধ রাখা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর