সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবস পালিত

‘লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবস-২০১৯ ও আইডিইবি’র ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি বর্নাঢ্য র‌্যালি শহরে প্রদক্ষিণ করে গণপূর্ত কার্যালয়ে গিয়ে শেষ হয়। উক্ত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি আবু ইউসুব সুর্য্য, মোস্তফা কামাল খান,সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিরাজগঞ্জ শাখার সভাপতি মো. নওসের আহমেদ তামান্না, সাধারন সম্পাদক মো. আব্দুল জব্বার, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, চাকুরী বিষয়ক সম্পাদক মো. মাহমুদ আলম,ভকেশনাল শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রোকনুজ্জামানসহ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর