৫৪০ কোটি ভুয়া অ্যাকাউন্ট আর এক কোটি পোস্ট মুছে ফেলল ফেসবুক

নিজেদের সামাজিক যোগাযোগের সাইটে ভুয়া তথ্য, অশ্লীল বা মানহীন কন্টেন্ট ঠেকাতে বেশ জোরেশোরে কার্যক্রম শুরু করেছে ফেসবুক। এরই ধারাবাহিকতায় এ বছর ৫৪০ কোটি ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলেছে ফেসবুক। ভুয়া প্রফাইল ও ক্ষতিকর কন্টেন্ট বিনিময়ের সঙ্গে যুক্ত ছিল অ্যাকাউন্টগুলো। মুছে ফেলা অ্যাকাউন্টের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ২০০ কোটি বেশি। পাশাপাশি ঘৃণামূলক কন্টেন্টযুক্ত এক কোটি ১৪ লাখ পোস্টও মুছে ফেলেছে সামাজিক যোগাযোগের সাইটটি।

উল্লেখ্য, গত বছরের শেষ নাগাদ ভুয়া সংবাদের প্রচার ঠেকাতে নতুন ফিচার চালু করে ফেসবুক। ফিচারটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা নিজেদের ফেসবুক ওয়ালে প্রকাশিত যেকোনো ভুয়া তথ্য বা সংবাদ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার সুযোগ পেয়ে থাকে। ফলে আগের তুলনায় আরো বেশিসংখ্যক ভুয়া অ্যাকাউন্ট ও পোস্ট চিহ্নিত করে মুছে ফেলতে সক্ষম হয়েছে ফেসবুক।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর