অধিভুক্ত ৭ কলেজের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। চলবে বেলা ১১টা পর্যন্ত। শিক্ষার্থীরা পরীক্ষা শেষে প্রশ্নপত্র বাইরে আনতে পারবে না। পরীক্ষা শেষে উত্তর পত্রের সঙ্গে প্রশ্নপত্র জমা দিতে হবে জানিয়েছেন সাত কলেজের ফোকাল পয়েন্ট ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খন্দকার।

এছাড়া পরীক্ষার হলে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার সময় পরীক্ষার্থীর দুই কান দৃশ্যমান থাকবে। ক্যালকুলেটর, ঘড়ি, ব্লুটুথ বা টেলিযোগাযোগ করা যায় এমন ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পরীক্ষা শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছে। আবু হানিফ নামের এক পরীক্ষার্থী বলেন, রাজধানীতে প্রচুর যানজট থাকে তাই খুব ভোরেই চলে এসেছি। এখন চাপমুক্ত আছি৷

এবার সাত কলেজের বাণিজ্য অনুষদে মোট পাঁচ হাজার ২১০ আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ২১ হাজার ৮৭৬ শিক্ষার্থী ৷

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইউনির্ভাসিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন স্কুল, নীলক্ষেত হাই স্কুল, গর্ভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকায় সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজে ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হয়নি।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকাকালীন সময়ে এসএসসি ও এইচএসসির ফলাফল বিবেচনায় সাত কলেজের ভর্তি কার্যক্রম পরিচালিত হত। ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির পর থেকেই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর