ফেনীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

‘আসুন পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকেএক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ফেনী ডায়াবেটিক সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। ফিতা কেটে র‌্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

র‌্যালীতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান, ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট আকরামুজ্জমান, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সহ-সভাপতি আবদুল মোতালেব ও সামী-উল হক সাহীন, যুগ্ম-সম্পাদক সৈয়দ জহির জহির উদ্দিন আকবর (শিপন), কার্যকরী পরিষদ সদস্য মোসলেহ উদ্দিন বাদল সহ সমিতির আজীবন সদস্যবৃন্দ এবং অত্র হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ, অন্যান্য ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ র‌্যালীতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

ফেনী সরকারী কলেজ ও জিয়া মহিলা কলেজের রোভার স্কাউট/ বিএনসিসি, জয়নাল হাজারী কলেজ, ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফেনী জি.এ একাডেমী, শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ফেনীর যুব ইউনিট এর সদস্যবৃন্দ বর্ণিল সাজে অংশগ্রহণ করেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর