সোহেলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বনানীর এফ আর টাওয়ারে আটকেপড়া মানুষদের সাহাযার্থে এগিয়ে যাওয়া ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানা আর বেঁচে নেই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেলের মৃত্যু হয়। সোহেলের অকাল মৃত্যুতে প্রধামন্ত্রীর কার্যালয় থেকে এক শোক বার্তা দেওয়া হয়েছে।শোকাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর পুড়তে থাকা এফআর টাওয়ারে আটকা পড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। এরপর সেখান থেকে তাকে দ্রুত ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি নেওয়া হয়। পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ জনে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর