‘বাংলাদেশের সড়কে মৃত্যুর হার কম’

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এবং এর থেকে মৃত্যুর হার এশিয়ার অন্যান্য দেশ থেকে বেশি নয় দাবি ওবায়দুল কাদেরের।
এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সড়কে মৃত্যুর হার কম বলে দাবি করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে, চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত এপ্রোচ সড়ক পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কমেছে। তাছাড়া এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার হার বেশি নয়।’

মন্ত্রী বলেন, সদ্য প্রয়াত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের স্বপ্নের কালুরঘাট সেতুর নির্মাণকাজ কোরিয়ার অর্থায়নে আগামী বছর শুরু হবে। সড়ক সেতুর কাজের ব্যাপারে কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে।সরকার চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, ৬ লেনের সেতু ও সড়কটি নির্মিত হলে চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, ‘দুর্ঘটনা অনেক সময় বেপরোয়া চালকের কারণে হয়ে থাকে। বেপরোয়া চালকের মতো রাজনীতিতে যারা বেপরোয়া আচরণ করছেন, এই বেপরোয়া আচরণ আপনাদের (বিএনপি) রাজনীতিতেও দুর্ঘটনার কারণ হতে পারে।সেটা নিয়ে জাতি শঙ্কিত। সেটা সবচেয়ে দুর্ভাবনার কারণ।,

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর