কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি

কর্ণফুলী উপজেলার জুলধা ডাঙ্গারচর ঘাট থেকে নগরীতে পারাপারের সময় সল্টগোলা খালের মুখে যাত্রাবাহী নৌকাডুবিতে নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি। এ ঘটনায় ১৪ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকাল পর্যন্ত নিখোঁজ দুজনের জনের সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, যাত্রীবোঝাই নৌকাটি ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়ে নদীতে। এ সময় জাহাজের সৃষ্ট ঢেউয়ে সেটি ডুবে যায়। জুলধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শরীফ জানান, ডাঙ্গারচর বিদ্যুৎ কেন্দ্র এলাকায় ঘাট থেকে ১৬ জন যাত্রী নিয়ে বোটটি নগরীর দিকে যাচ্ছিল। নদী পার হয়ে সল্টগোলা খালের মুখের কাছাকাছি গেলে বোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

এ সময় জাহাজের ঢেউয়ের বিপরীতে পড়ে বোট ডুবে যায়। কাছাকাছি থাকা অন্য নৌকা দ্রুত সেখানে পৌঁছে ১৪ যাত্রীকে উদ্ধার করে। কিন্তু দু’জন যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া যাত্রীদের বক্তব্যের ভিত্তিতে ২ যাত্রী নিখোঁজের কথা বলা হচ্ছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর