ঝিনাইদহে নদী কেন্দ্রিক সাংস্কৃতিক উৎসব

“১৩ শত নদী শুধায় আমাকে” এ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে নদী কেন্দ্রিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরের ধোপাঘাটা নবগঙ্গা নদীর তীরে এ উৎসবের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি।

এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ উজ জামান, রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা কালচারাল অফিসার জসীম উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, নদী দখল ও দুষণ সহ নদীকে বাঁচিয়ে রাখার জন্য সকলকে সচেতন করেন। সেই সাথে নদীর নাব্যতা ও যৌলুস ফিরিয়ে আনার জন্য সকলে এগিয়ে আসার আহবান জানান।

আলোচনা সভা শেষে সেখানে স্থানীয় শিল্পীরা লোকগান, ভাবগান, নৃত্য ও আধুনিক গান পরিবেশন করেন। এই অনুষ্ঠান দেখতে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ ভীড় জমায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর