ইবির এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশ ২৪.৬৬ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ ইং স্নাতক সমান শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে বলে ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. লোকমান হোসেন নিশ্চিত করেছেন।

মঙ্গলবার(১২ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারী কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন ‘এ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. লোকমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ডিন আকবর হোসাইন, ছাত্র উপদেষ্টা ও ভারপ্রাপ্ত প্রক্টর পরেশ চন্দ্র বম্মন ও অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম।

জানা যায়, ‘এ’ ইউনিটের পরীক্ষায় ২৪০ আসনের জন্য আবেদন করেন ২ হাজার ২২৩ জন, যাদের মধ্যে ১ হাজার ৮৮০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।এ’ ইউনিটে উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৬৪ জন ভর্তিচ্ছু।

‘এ’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ww.iu ac.bd -তে পাওয়া যাবে বলে জানা যায়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর