জাবিতে ইবি হ্যান্ডবল দলকে হত্যার হুমকি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-১৯ হ্যান্ডবল বিভাগের সেমিফাইনাল খেলার পূর্ব মুহূর্তে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল খেলোয়াড়দের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগে পাওয়া গেছে।

জানা যায়,নির্ধারিত সূচী অনুযায়ী রবিবার বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খেলার পূর্ব মুহূর্তে ইবি টিম দুপুর ৩টায় মাঠে উপস্থিত হয়ে অনুশীলন করতে গেলে জাবির ২০-২৫ জন শিক্ষার্থীর একটি সশস্ত্র দল এসে কয়েকজন খেলোয়াড়কে ডেকে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে না খেলার জন্য হুমকি দেয়।

এসময় তারা ইবি দলের অধিনায়ক আশিক খান এবং বিকেএসপির খেলোয়ার ইমনের মাধায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে বলে এখানে তোরা খেলতে পারবি না।আর যদিও মাঠে নামিস তবে না খেলে দাড়িয়ে থাকবি।

ভুক্তভোগী খেলোয়াড় সূত্রে জানা যায়,এ ঘটনাটি তারা কোচ শাহ আলম কচিকে জানালে তিনি ঘটনাস্থলে এসে সংশ্লিষ্টদের অবহিত করেন ফলে খেলা স্থগিত হয়ে যায়।

পরে তারা জাবি থেকে বের হয়ে যাওয়ার সময় ঐ শিক্ষার্থীরা আবার ধাওয়া করে।তবে কেউ আহত হয়নি।এছাড়া যারা হেনস্থা করেছে তারা সবাই জাবির শিক্ষার্থী বলে শনাক্ত করতে পেরেছেন তারা।

এবিষয়ে ইবির ক্রীড়া বিভাগের প্রধান ড. মো: সোহেল বলেন,ঘটনা শুনে আমি উর্ধতন মহলকে অবহিত করেছি। আজকের খেলা স্থগিত করে ভেন্যু পরিবর্তনের বিষয়ে কথা চলছে।

ইবি উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন,আমাদের খেলোয়াররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হেনস্থার শিকার হয়েছে,একধরনের ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত।

এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করে এর প্রতিকার চাইবেন বলে জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর