আরম্ভরপূর্নভাবে পটুয়াখালীতে যুবলীগের আলাদা আলাদা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অশুভ শক্তিকে প্রতিহত করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে পটুয়াখালীতে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে পটুয়াখালী জেলা যুবলীগের একাংশের উদ্যোগে সোমবার সন্ধ্যা সাতটায় শহরের বধুয়া কমিউনিটি সেন্টারে কেক কাটা হয়। পরে বধুয়া কমিউনিটি সেন্টারে সংক্ষিপ্ত আলোচনা শেষে এক বর্নাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

কেক কাটা অনুষ্ঠানে পটুয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির ১নং সিনিয়র সদস্য এ্যাড. মোঃ হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে জেলা যুবলীগের অন্যতম সদস্য রেজাউল করিম সোয়েবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজনন্দিত পৌর মেয়র জনাব মহিউদ্দিন আহম্মেদ।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জনাব শারিয়ার হোসেন, সদস্য জনাব শহিদুল রহমান শহীদ, সদস্য জনাব খায়রুল উমাম মেরিন, সদস্য শ্যামল সরকার, সদস্য জনাব তাজমীর হোসেন ও স্বেচ্ছাসেবকলীগের অন্যতম নেতা মোস্তাফিজুর রহমান বাপ্পিসহ অঙ্গ-সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে জননন্দিত পৌর মেয়র জনাব মহিউদ্দিন আহম্মেদ বলেন, আজ শ্রদ্ধা ভরে স্মরন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

বঙ্গবন্ধু কণ্যা মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে যুবলীগ একটি শক্তিশালী সংগঠন। সামনে জেলা যুবলীগের সম্মেলন তাই ত্যাগী নেতাদের জেলা যুবলীগে যাতে স্থান পায় তার দিকে তাকিয়ে আছে জেলার হাজার হাজার নেতাকর্মী।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর