ঘুর্ণিঝড় “বুলবুল” পরবর্তী উদ্ধারকাজে পটুয়াখালী জেলা পুলিশ

ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী ভেঙ্গে যাওয়া গাছ অপসারণ, ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত, ঘূর্ণিঝড় কবলিত মানুষের মধ্যে ত্রাণ বণ্টনের কাজ করেছে জেলা পুলিশ।

রবিবার সকাল থেকে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম নেতৃত্বে জেলার সকল উপজেলায় এ কাজ করছে পুলিশ।

ছবি: বার্তা বাজার

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম জানান, ঘূর্নিঝড় পরবর্তী উদ্ধারকাজ সম্পন্ন করতে আগে থেকেই জেলার প্রতিটি থানায় বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছিল। ঘূর্ণিঝড় বুলবুল অতিক্রমের সাথে সাথেই পুলিশের টিম কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ে ভেঙ্গে যাওয়া গাছ অপসারণ, ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত, ঘূর্ণিঝড় কবলিত মানুষের মধ্যে ত্রাণ বণ্টন, সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্র থেকে পুনরায় নিজ বাড়িতে পৌঁছে দেওয়া, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি করা, সড়ক মেরামতসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছি।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর