জমি নিয়ে বিরোধ, সিরাজদিখানে নিহত ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রভাবশালী প্রতিপক্ষের হামলায় আমির আলী ওরফে মীর আলী (৫৫) নামে একজন নিহত হয়েছে। আজ শুক্রবার উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দ্রের চর গ্রামে এ ঘটনা ঘটেছে। হামলায় নিহত মীর আলীর ভাই মো. আজিজ এবং বোন শাহিদা বেগমও গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

এলাকাবাসী জানায়, দক্ষিণা গ্রীন সিটি নামক হাউজিং প্রকল্পে বালু ভরাট নিয়ে শুক্রবার দুপুরে চান্দ্রের চর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত সুরুজ আলীর ছেলে কামিজুদ্দিন কামু (৫৬), শহিদুল্লাহ (৪৫), সাদর (৪৭) এর সাথে একই গ্রামের মৃত ওসামন মোল্লার ছেলে মীর আলীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে জমিজমা নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। কামুর লোকজন লাঠি-সোটা নিয়ে মীর আলীর পরিবারের লোকজনের ওপর হামলা করে। এর পর দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় প্রতিপক্ষের হামলায় মীর আলী ও তার ভাই মো. আজিজ এবং বোন শাহিদা বেগম গুরুতর আহত হয়। গুরুতর আহত মীর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। শাহিদা বেগম ও মো. আজিজকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান জানান, হাসাপাতালে নিয়ে আসার আগেই মীর আলী মারা যায়। আহত দুইজনকে ভর্তি করা হয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এখনো কেউ অভিযোগ করেনি, কোন মামলা হয়নি। লাশ মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর