ঘূর্নিঝড় “বুলবুল” মোকাবেলায় প্রস্তুত পটুয়াখালী পৌরসভা

প্রবল ঘূর্নিঝড় “বুলবুল” মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে পটুয়াখালী পৌরসভা। শুক্রবার সন্ধ্যা ৬ টায় পটুয়াখালী পৌরসভার সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খাবার পানি, সুকনো খাবার ও প্রয়োজনীয় দ্রব্যাদি প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান, পৌরসভার পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নাম্বার- 01712201548। এছাড়া সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে ।

পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে দূর্যোগ প্রস্তুতি বিষয়ে জরুরি সভায় ৪নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. কাজল বরন দাস, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম, কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন আকন, কাউন্সিলর ফারুক হোসেনসহ অন্যান্য কাউন্সিলর বৃন্দরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর