লক্ষ্মীপুরের মেঘনায় নিজ্ঞাষেধা আমান্য করে মাছ শিকার, ৮ জেলের কারাদন্ড

নিষেধাজ্ঞা অমান্য লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকারের দায়ে ৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাত ১০ টার দিকে সদর উপজেলা মজুচৌধুরী হাট এলাকায় আদালত বসিয়ে এ রায় দেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মোস্তফা।

এসময় ৫ হাজার টাকা জরিমান করে একজন এবং অপ্রাপ্ত বসয়স্ক হওয়ায় আরো একজনকে ছেড়ে দেয়া হয়। এর আগে শনিবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত মৎস কর্মকর্তা সরওয়ার জামানের নেতৃত্বে নদীতে অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করে মৎস বিভাগের লোকজন। এসময় ইঞ্জিন চালিত ৪টি নৌকা ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জব্দ করে তারা। পরে এসব জাল নদীর পাড়ে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর