ইবির ফার্মেসী বিভাগে ‘GRE’ ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসী বিভাগের আয়োজনে ‘GRE’ ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান।এসময় ফার্মেসী বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম,অর্ঘ প্রসূন সরকার,মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

ফার্মেসী বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাশকুরা আলম একার সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওকলাহামায় ‘টিচিং এসিট্যান্টে’ স্নাতক মোঃ রমিজ উদ্দীন।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ‘GRE’ এবং বিদেশে উচ্চ শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ন দিক তুলে ধরেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এবিষয়ে ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আরিফুর রহমান বলেন,বিদেশে উচ্চ শিক্ষা সম্পর্কে অনেক ভীতি ছিলো সেমিনারের মাধ্যমে সেটা দূর হলো।

রবিউস সোহাগ জানান,এ সেমিনারের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম যা আমাদের ভবিষ্যতে বিদেশে উচ্চ শিক্ষায় পাথেয় হিসেবে কাজ করবে।

অপর এক শিক্ষার্থী আবদুল্লাহ আল মিরান এরকম শিক্ষামূলক সেমিনার আয়োজনের জন্য তার নিজ বিভাগের শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন,ভবিষ্যৎ এ আমরা এরকম সেমিনার আরো চাই।

উল্লেখ্য উক্ত সেমিনারে ফার্মেসী বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানা যায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর