শেরপুরে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার উপর ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত

শেরপুর(বগুড়া)সংবাদদাতা: বগুড়ার শেরপুরে হেলথ পপুলেশন নিউট্রিশন সেকটর প্রোগ্রামের আওতায় সিভিল সার্জন বগুড়ার আয়োজনে ৩ নভেম্বর রোববার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার উপর ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদেরের সভাপতিত্বে আগতদের মাঝে কর্মশালার বিষয় উপস্থাপন করেন, বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান, গাইনী কনসাল্টেন্ট ডা. অনসূয়া রায়, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ট্রেনিং এ্যান্ড ফিল্ড অফিসার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আসিফ মাহমুদ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান।

এ সময় সহকারী মেডিকেল অফিসার আলেয়া খাতুন, নার্সিং সুপারভাইজার সুষমা রানী, সিনিয়র স্টাফ নার্স গোলাম মর্তুজা, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আফজাল হোসেন মারুফ, সিএইচসিপি রাশেদুল হক, নুরুল হক, জাহিদুল হাসান হ্যাপি, রবিউল ইসলাম, লোকমান হোসেন সহ ৩৫ জন অফিসার ও স্টাফ কর্মশালায় অংশ নেয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর