সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে ৬ এপ্রিল শনিবার দুপুরে সামাজিক বনায়নের উপকারভোগীদের লভ্যাংশের চেক বিতরণ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। এতে ১০৮ জন উপকারভোগীদের মধ্যে মোট এক কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৭৯ টাকার চেক বিতরণ করা হয়েছে।

ময়মনসিংহ বন বিভাগ কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা একেএম রহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মো: বিল্লাল হোসেন, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক রকিবুল হাসান মুকুল, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, উপকারভোগী তৈয়বুর রহমান প্রমুখ।

এসময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী বলেন, গাছ বেশি লাগালে শুধু দেশ নয় সারা পৃথিবী উপকৃত হবে। যত বেশি গাছ লাগাবো ততো বেশি দেশ ভাল থাকবে। তাই সামাজিক বনায়নে অংশ গ্রহন করে বনের সাথে এক হয়ে কাজ করতে উপস্থিত উপকারভোগীদের আহ্বান জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর