সিকৃবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-তে যথা যোগ্যমর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৭ই মার্চ সকাল ৮ টায় সিকৃবি জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে প্রসাশনিক ভবনের সম্মুখ থেকে র‍্যালি বের হয় এবং র‍্যালি শেষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এর পরপরই বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সিকৃবি শাখার ব্যাবস্থাপনায় ও সিকৃবি আর্ট ক্লাব ও পাঠশালা একুশ এর সহযোগিতায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় ১৭৫ জন শিশু-কিশোর অংশ নেয়। বিজয়ীদের মোট ৫টি বিভাগে ১২ টি এবং একটি বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।

গণতান্ত্রিক শিক্ষক পরিষদের আয়োজনে আলোচনা অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর