‘কটিয়াদী প্রবাহ’র ২য় বছর পদার্পণ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

কটিয়াদীর সর্বপ্রথম অনলাইন মাল্টিমিডিয়া পোর্টাল ‘কটিয়াদী প্রবাহ’র অগ্রযাত্রার ২য় বছর পদার্পণ উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে জাকজমক ভাবে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কটিয়াদী বাসস্ট্যান্ডের হাজেরা মার্কেটের দ্বিতীয় তলায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‘কটিয়াদী প্রবাহ‘র সম্পাদক ও প্রকাশক এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘কটিয়াদী প্রবাহ‘র উপদেষ্টা মন্ডলীর সভাপতি, কটিয়াদী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, ‘কটিয়াদী প্রবাহ‘র উপদেষ্টা, কটিয়াদী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আমাদের সময় প্রতিনিধি রুহুল আমীন রাজু,‘কটিয়াদী প্রবাহ‘র উপদেষ্টা, মানবজমিন প্রতিনিধি রফিকুল হায়দার টিটু, ‘কটিয়াদী প্রবাহ‘র নিবার্হী সম্পাদক ও বিজয় টিভি প্রতিনিধি মো. এখলাছ উদ্দিন, কটিয়াদী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত প্রতিনিধি ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সম্পাদক ও সিএনএন বাংলা টিভি প্রতিনিধি মোবারক হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কেটিভি বাংলা স্টাফ রিপোর্টার ও ‘কটিয়াদী প্রবাহ’র বার্তা সম্পাদক আতিকুর রহমান কাযিন।

এসময় কটিয়াদী রক্তদান সমিতির সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লক্ষীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার, ‘কটিয়াদী প্রবাহ’র বিজ্ঞাপন সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি দর্পন ঘোষ, দৈনিক দিনকাল প্রতিনিধি মাইনুল হক মেনু, বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠির কটিয়াদী শাখার সভাপতি সাংবাদিক মাসুম বিল্লাহ তাহের, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ঢাকা বিভাগের নিবার্হী সদস্য জাহাঙ্গীর হোসেন, কটিয়াদী পৌরসভা টিকাদানকারী হারুন অর-রশিদ, মুক্তিযোদ্ধা ইতিহাস সংরক্ষক কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দুলন, নাট্য শিল্পী আবু তাহের, স্বজন সমাবেশের কটিয়াদী উপজেলা শাখার সহ-সভাপতি ওবায়দুল্লাহ আকন্দ ভুবন, কটিয়াদী উপজেলা কৃষক লীগের সদস্য সোহেল, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন রবিন, রজনীগন্ধা স্পোটিং ক্লাবের সভাপতি আরিফুল হক উজ্জল, কটিয়াদী পৌর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাজ্জাত হোসেনসহ আরো অনেকেই।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর