বেগমগঞ্জে আগুনে ২০ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাঁই

নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর মহেষগঞ্জ বাজারে আগুনে ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাইঁ হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন।

শনিবার (৬ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে বেগমগঞ্জ উপজেলার মহেষগঞ্জ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নোয়াখালী ফায়ার সাভির্সের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, ভোর রাতের দিকে চৌমুহনীর মহেষগঞ্জ বাজারে আগুন লাগার খবর পেয়ে প্রথমে চৌমুহনী দমকল বাহিনী পরে পাশ্ববর্তী মাইজদী, সোনাইমুড়ী ও কোম্পানীগঞ্জ থেকে মোট সাতটি অগ্নিনির্বাপক গাড়ী ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

তিনি আরো জানান, আগুনে অন্তত ১৫ থেকে ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আরো কয়েকটি আংশিক ক্ষতি হয়েছে। তবে পুড়ে যাওয়া বেশীর ভাগ দোকান হলো চাউলের আড়ত ও মুদি সামগ্রী সহ অন্যান্য সামগীর দোকান। তবে কি কারণে বা কোথায় থেকে আগুন লেগেছে তার সঠিক কারণ তিনি জানাতে পারেননি। বিষয়টি তদন্ত করে বলা যাবে বলে জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর