বাংলাদেশ বিমানের লোকসান দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দুর্নীতিবাজরা

বাংলাদেশ বিমানের টিকিট কাটতে গেলে টিকিট পাওয়া যায় না, অথচ বিমানে উঠলে পুরো সিট খালি দেখা যায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
৫ এপ্রিল, শুক্রবার দুপুর আড়াইটার দিকে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাবে বাংলাদেশ বিমানের দুর্নীতির প্রসঙ্গ উত্থাপন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিমানের টিকিট কাটতে গেলে টিকিট পাওয়া যায় না। ৪১৯ জনের সিট প্ল্যান, অথচ বিমানে উঠলে দেখা যায় মাত্র ৫৩ যাত্রী। পুরো সিট খালি। কোটি কোটি টাকা বিমানকে লস (লোকসান) দেখিয়ে চুরি করছে দুর্নীতিবাজরা। এই চোরদের শনাক্ত করা গেছে। তাদের বিরুদ্ধে অবশ্যই আইনিব্যবস্থা নেয়া হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে এবং দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর অবস্থানে রয়েছেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় রোহিঙ্গাদের নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘ওরা কত দিন বাংলাদেশে থাকবে তা আমার জানা নেই। রোহিঙ্গাদের নামে আন্তর্জাতিক সাহায্য দিন দিন কমে যাচ্ছে। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের দ্রুত প্রত্যাবর্তনের।’
এর আগে দুপুর ২টার দিকে যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ ৫৩ দেশের রাষ্ট্রদূত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে রাষ্ট্রদূতরা সেখানে যান। তারা শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে আজ অবস্থান করার কথা। শনিবার সকালে ঢাকার উদ্দেশে শ্রীমঙ্গল ত্যাগ করবেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার (এসপি) মো. শাহ জালাল, এডিসি (রাজস্ব) আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নহরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর