ভারত দলে তাঁর গুরুত্ব বোঝালেন ধোনি

টি-টোয়েন্টিতে ধবলধোলাই হওয়ার কষ্ট ভুলতে ওয়ানডে সিরিজে খুব বেশি অপেক্ষা করেনি ভারত। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক দল। এ জয় এনে দিয়েছেন ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা কেদার যাদব। পার্শ্বনায়ক হিসেবে ছিলেন সেই পুরোনো মুখ, মহেন্দ্র সিং ধোনি। দলের বিপদে আরও একবার হাল ধরে বুঝিয়ে দিলেন বিশ্বকাপের দলে কেন এত আগ থেকেই তাঁর জায়গা পাকা বলে দিয়েছেন কোচ ও অধিনায়ক।

২৩৭ রানের ছোট লক্ষ্য পেয়েও বিপদে পড়েছিল ভারত। ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি। অথচ ১৭তম ওভার পর্যন্ত মনে হচ্ছিল, ম্যাচটি ভারত অনায়াসে জিতছে। মাত্র ৪ রানে শিখর ধাওয়ান ফিরে গেলেও বিরাট কোহলি রহিত শর্মাকে নিয়ে চাপ সামলে নেন। প্রথম পাওয়ার প্লের চাপ সামলে নিয়েই আক্রমণে যান কোহলি। দারুণ সব স্ট্রোকে দলকে দ্রুতগতিতে এনে দেন মহাগুরুত্বপূর্ণ সব রান। অ্যাডাম জাম্পার বলে রিভিউর সহযোগিতায় কোহলি (৪৪) আউট হতেই ছোটখাটো এক ধস নামে।

জাম্পা ও কোল্টার নাইল জুটিতে ৬ ওভারের মধ্যে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। ধোনি নতুন সঙ্গী হিসেবে পান যাদবকে। প্রথমদিকে রান তোলার দিকে কোনো নজরই দেননি এ দুজন। ১০ ওভারে মাত্র ৩৪ রান তুলেই সন্তুষ্ট ছিলেন দুজন। রান ও বলের মধ্যে ব্যবধান কমে আসতে দেখেই গিয়ার বদলান যাদব। অন্যপ্রান্তে ধোনি নিশ্চিত করেন যাদব যেন নিশ্চিন্তে স্বভাবজাত আক্রমণাত্মক শট খেলতে পারেন। স্ট্রাইক রোটেট করে উইকেটে থিতু হওয়া আদব পঞ্চাশ ছুঁতে ছুঁতেই ছয়টি চার মেরে দিলেন। ফিফটির পর আরও ৩ চার ও ১ ছক্কায় ২০ বলে ৩১ রান তোলেন যাদব। অন্যপ্রান্তে ধোনিও ৬৮ বলে পঞ্চাশ ছুঁয়েছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর