কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটি থেকে মিলল পাক সেনার রাইফেল!

এবার কাশ্মীরের ড্রুঙ্গাই জঙ্গলে সন্ত্রাসবাদীদের একটি গোপন ঘাঁটি থেকে উদ্ধার হল পাকিস্তানি সেনা রাইফেল। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুলিশ বাহিনী বিষেশ তল্লাশি অভিযানে ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে।

গোপন সূত্রে খবর পেয়ে এদিন কাশ্মীরের কিশ্‌তওয়ার জেলার মারওয়া-দচ্ছন অঞ্চলে আত্মগোপনকারী সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযানে নামে পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালালে ড্রুঙ্গাই জঙ্গলে সন্ত্রাসবাদীদের একটি গোপন ঘাঁটির সন্ধান পাওয়া যায়।

সেই গোপন ঘাঁটি থেকেই উদ্ধার হয়েছে একটি ৭.৬২ এমএম হেকলার অ্যান্ড কোচ জি৩এ৩ রাইফেল, যা পাকিস্তানের সেনাবাহিনী ব্যবহার করে। এই তথ্য জানিয়েছেন কিশ্‌তওয়ারের এসএসপি শক্তি পাঠক। রাইফেলের সঙ্গে পাওয়া গিয়েছে প্রায় ১০০ রাউন্ড বুলেট এবং একটি একে রাইফেল ম্যাগাজিন। উদ্ধার হয়েছে একটি গ্রেনেডও।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর