চৌকিদার মোদিকে জেলে পাঠানো হবে : রাহুল

আন্তর্জাতিক ডেস্ক: ‘চৌকিদার মোদিকে জেলে পাঠানো হবে এবং কংগ্রেস ক্ষমতায় গেলে রাফাল জেট বিমান চুক্তি নিয়ে তদন্ত হবে।’ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।

নাগপুরের এক জনসভায় আজ বৃহস্পতিবার এসব কথা বলেন তিনি।

রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাফাল চুক্তিটি বদল করে দেন এবং যুদ্ধবিমানের দাম বাড়িয়ে দেন। রাহুলের আরো দাবি, প্রতিটি যুদ্ধবিমানের দাম ৫৩৬ কোটি রুপি। কিন্তু সেই যুদ্ধবিমানগুলো যখন কেনা হয়, সেগুলোর দাম বেড়ে দাঁড়ায় এক হাজার ৬০০ কোটি রুপি করে। এটা নিয়ে তদন্ত করা দরকার এবং চৌকিদারকে জেলে ঢোকানো উচিত।’

তিনি আরো বলেন, ‘কেউ কখনো দেখেছেন, শ্রমিকের বাড়ির বাইরে চৌকিদার রয়েছে? অথচ আমাদের দেশে চৌকিদারদের পাওয়া যাবে শিল্পপতি অনিল আম্বানির বাড়ির বাইরে। হাজার হাজার চৌকিদার তাঁর বাড়ির বাইরে চুরি করা অর্থ পাহারা দিচ্ছেন। ২০১৪ সালে বিজেপি আসার পর স্লোগান ছিল—আচ্ছে দিন আয়েঙ্গে; যা গত চার বছরে পরিণত হয়েছে চৌকিদার চোর হ্যায় স্লোগানে।’

রাহুল আরো বলেন, ‘২০১৪ সালে প্রধানমন্ত্রী বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি দুই কোটি যুবককে চাকরি দেবেন এবং তাঁদের অ্যাকাউন্টে ১৫ লাখ রুপি করে জমা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন সবার সামনে সত্যটা চলে এসেছে। আমি সত্যি কথা বলি, কারণ আমার সঙ্গে জনগণের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমি আপনাদের সঙ্গে ১০, ১৫, ২০ বছর ধরে কাজ করতে চাই। তাই আমি আপনাদের সঙ্গে মিথ্যা বলতে চাই না।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর