ভূঞাপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিনে আগুন

সোমবার টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন করায় সময় প্রশাসন অভিযান পরিচালনা করেন ড্রেজার মেশিনে আগুন দেয় জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ আসলাম হোসেন।

সহকারি কমিশনার ভুমি মোঃ আসলাম হোসেন জানায় ভুঞাপুর গোবিন্দাসী নৌকা ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয করে আসছিল। বালু উত্তোলনের সময় একটি বাংলা ড্রেজার আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং ঘাট মালিক নজরুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছারা ভূঞাপুরের কুঠিবয়ড়া ও গাড়াবাড়ী নদী ভাঙ্গন এলাকায় অবৈধ বালু ঘাট পরিচালনা করায় ব্যবসায়ী জুয়েল তালুকদার ও শহীদ শেখ কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর