কটিয়াদীতে চেক বিতরন

শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত বাংলাদেশ মহিলা কল্যান পরিষদ হতে ২০১৮-২০১৯ অর্থ বছরে সাধারন অনুদান হিসাবে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আওতাধীন ১৮ টি সেচ্ছাসেবী মহিলা সমিতি অনুদান পেয়েছেন।

আজ দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা অনুদানের চেক বিতরন করেন । প্রথমে চেক গ্রহন করেন ডেভেলপমেন্ট ফর সোসাইটির সভাপতি শাহানাজ পারভীন

এ সময় উপস্হিত ছিলেন শামীমা সুলতানা,মাহমুদা আক্তার,রোকিয়া বেগম, আছমা বেগম, তাহমিনা আক্তার, জহুরা খাতুন সহ বিভিন্ন সমিতির সভাপতি, সাধারন সম্পাদকগন এবং অন্যান্যদের মাঝে ছিলেন হিসাব রক্ষক কাম কেডিট সুপারভাইজার হযরত আলী মাসুদ, প্রশিক্ষক নাসরিন আক্তার, ডিপিএস চেয়ারম্যান এস,এম নজরুল ইসলাম, শিশু কিশোর ক্লাবের শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

অনুদান প্রাপ্ত সমিতির মধ্যে রয়েছেআচমিতার অগ্রদূত নারী উন্নয়ন সমিতি ২৫ হাজার,কটিয়াদী পৌরসভার ডেভেলপমেন্ট ফর সোসাইটি( ডিপিএস) ২৫ হাজার,সহশ্রাম ধুলদিয়ার নওবাড়ীয়া মহিলা উন্নয়ন সমিতি ২৫ হাজার মুমুরদিয়ার ,নারী জাগরন মহিলা উন্নয়ন সমিতি ২৫ হাজার, কটিয়াদী পৌরসভার কটিয়াদী ভোগপাড়া মহিলা উন্নয়ন সমিতি ২৫ হাজার,আচমিতার আলোড়ন মহিলা উন্নয়ন সমিতি ২৫ হাজার,বনগ্রাম নারী উন্নয়ন সংস্হা ২৫ হাজার জালালপুরের ,পুর্ব ঝাকালিয়া পল্লী সমাজ মহিলা উন্নয়ন সমিতি ২০ হাজার, করগাওঁ জলডাঈাঁ মহিলা উন্নয়ন সমিতি ২০ হাজার সহশ্রাম ধুলদিয়া পল্লী সমাজ মহিলা উন্নয়ন সমিতি ২০ হাজার, বনগ্রামের জাগরনী মহিলা উন্নয়ন সমিতি ১৫ হাজার, জালালপুরের উওর চরপুক্ষিয়া মহিলা উন্নয়ন সমিতি ১৫ হাজার, কটিয়াদী পৌরসভার বাগরাইট মহিলা উন্নয়ন সমিতি ১৫ হাজার,সহশ্রাম ধুলদিয়ার দৃষ্টান্ত সোস্যাল অর্গানাইজেশন ১৫ হাজার, জালালপুরের চরনোয়াকান্দি মহিলা উন্নয়ন সমিতি ১৫ হাজার, বনগ্রাম সততা মহিলা উন্নয়ন সমিতি ১৫ হাজার, জালালপুর পল্লী সমাজ মহিলা উন্নয়ন সমিতি১৫ হাজার,ও মুমুরদিয়ার বাগবেড় মহিলা উন্নয়ন সমিতি ১৫ হাজার টাকা করিয়া অনুদান মন্জুরী পান।

অনুষ্টানের অতিথিবৃন্দ প্রতিটি সমিতির সভাপতি ও সাধারন সম্পাদীকার হাতে চেক তুলে দেন। এ বছর কটিয়াদী উপজেলায় ১৮টি সমিতির মাঝে ০৭ টি ২৫ হাজার,০৩ টি ২০ হাজার, এবং ০৮টি ১৫ হাজার করিয়া মোট ৩,লক্ষ ৫৫ হাজার টাকার অনুদানের চেক বিতরন করা হয়।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর