বোমা সন্দেহে সেই ল্যাগেজে মিলল মাথাবিহীন মরদেহ

ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের কাছে রোববার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে সন্দেহজনক একটি লাগেজ ঘিরে রাখে পুলিশ ও র‍্যাব সদস্যরা।

রহস্য উদঘাটনে খবর দেয়া হয় বোম ডিসপোজাল ইউনিটকে। সোমবার (২১ অক্টোবর) সকালে সেই লাগেজ থেকে উদ্ধার করা হলো এক ব্যক্তির মাথা ও হাত-পা বিহীন একটি দেহ। লাশটির মাথা ও হাত-পা কেটে অন্যত্র ফেলে রাখা হতে পারে বলে ধারণা পুলিশের।

সোমবার সকালে ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবীদ হোসেন জানান, এটি একটি ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য দেহাংশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় ও দেহের অন্য অংশগুলো উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এরআগে পাটগুদাম ব্রিজের কাছে রোববার সকাল থেকে সারাদিন লাল রঙের একটি ল্যাগেজ পড়ে থাকতে দেখেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পরে সন্দেহ হলে সন্ধ্যায় পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ এবং র‍্যাবের সিইও লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর