আমরণ অনশনের ঘোষণা শিক্ষক-কর্মচারীদের

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে দাবি দাওয়ার পূরণ না হওয়ায় সোমবার থেকে রাজধানীতে আমরণ অনশন শুরুর ঘোষণা দিয়েছেন নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

রোববার রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নন-এমপিও শিক্ষক নেতাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীপু মনি। তিনি বলেন, প্রয়োজন হলে পরবর্তিতে এমপিও নীতিমালা স্থগিত করে তা সংশোধন করা হবে।

এমপিও তালিকায় বিএম শিক্ষা প্রতিষ্ঠানকে সরকার নিরুৎসাহিত করতে চায় বলেও জানান শিক্ষামন্ত্রী। এছাড়া নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় আইন প্রণয়ন হচ্ছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর