পরীক্ষার হলে নকল ঠেকাতে মাথায় বাক্স !

একটি ক্লাস রুমে কয়েকজন শিক্ষার্থী বসে পরীক্ষা দিচ্ছেন। আর তাদের মাথায় পরানো কাগজের বাক্স। সেই বাক্সের সামনে দু’টি ফুটো করা রয়েছে দেখার জন্য। পরীক্ষায় নকল ঠেকাতে এই অভিনব পদ্ধতি গ্রহণ করেছে। ভারতের কর্নাটকের একটি কলেজ এই ঘটনা ঘটে। মাথায় কাগজের বাক্স পরে পরীক্ষা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে নড়েচড়ে বসে শিক্ষা দপ্তর।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কর্নাটকের ভাগথ পিইউ কলেজে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের রসায়ন পরীক্ষায় তাদের মাথায় কাগজের বাক্স পরানো হয়। চোখের কাছে ফুটো করে দেওয়া হয় বাক্সে। যাতে নিজের পরীক্ষার খাতা দেখতে পেলেও আশপাশে কে কী লিখছে, তা দেখতে না পারেন।

কলেজ কর্তৃপক্ষের দাবি, পরীক্ষায় নকল করা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষার হলে কোনো ধরনের সমস্যা এড়াতে মাথায় কাগজের বাক্স পরার প্রস্তাব মেনে নেয় ছাত্র-ছাত্রীরাও। তবে এই ঘটনাকে অমানবিক আখ্যা দিয়েছেন অনেকেই।

এর আগেও পরীক্ষায় নকল আটকাতে এই অভিনব পদ্ধতি গ্রহণ করে মেক্সিকোর একটি স্কুল কর্তৃপক্ষ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর