ইউল্যাব ফেয়ার প্লে কাপে চ্যাম্পিয়ন স্টামফোর্ড

ইউল্যাব ফেয়ার প্লে কাপে চ্যাম্পিয়ন হয়েছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়। গতকাল ইউল্যাব মোহাম্মদপুর ক্যাম্পাস মাঠে ফাইনালে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়কে হারিয়ে জয় পেয়েছে স্টামফোর্ড।

খেলায় প্রথমে স্টামফোর্ড ৯ উইকেটে ১৩৪ রান করেন। বিপরীতে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ১১৫ রানে অল আউট হয়ে যায়। ম্যাচটিতে ৪৩ রান এবং ১ উইকেট নিয়ে ম্যান অফ দা ম্যাচ হন স্টামফোর্ডের সাদ্দাম হোসেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দল স্টামফোর্ড ক্রিকেট টিমকে ৫০,০০০ টাকা, রানার্স আপ ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট টিমকে ৩০ হাজার টাকা তুলে দেন অথিতিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের ট্রাস্ট্রি র্বোডের সদস্য এমপি কাজী নাবিল আহমেদ, ইউল্যাবের উপাচার্য প্রফেসর ড. জহিরুল হক, স্টামফোর্ডের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নকী প্রমুখ।

১২ তম ইউল্যাব ফেয়ার প্লে কাপে (ইন্টার প্রাইভেট ইউনিভার্সিটি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট)এ বছর অংশগ্রহণ করছে ১০টি বিশ্ববিদ্যালয়।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বি ইউ বি টি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউ আই ইউ), প্রাইম ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর